আমার অ্যাপ কাজ করছে না। কি করা উচিৎ?
- সর্বশেষ সম্পাদনা: নভেম্বর 3, 2018
যদি কখনো আপনার অ্যাপ কাজ না করে তবে নিচের ধাপ গুলো ফলো করুনঃ
আপনার ফোন থেকে “Settings” অপশনে যান > এরপর “App Settings” সিলেক্ট করুন > “google Maps” – এ ক্লিক করুন > Cache ক্লিয়ার করুন।
অনুরূপভাবে পাঠাও অ্যাপ থেকে Cache ক্লিয়ার করুন > অ্যাপ থেকে GPS বাটনে ক্লিক করে লোকেশন সেট করুন > “Settings” অপশনে যান > google location সেটিংস এ যান > পাঠাও অ্যাপ “high accuracy mode” এ আছে কিনা চেক করে নিন।
চেক করুন আপনার ফোনের ইন্টারনেট কানেকশান 3G mode এ আছে কিনা। যদি কোন কারনবশত আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনার পাঠাও অ্যাপটি আন-ইন্সটল করে গুগল প্লে-স্টোর থেকে পুনরায় ইন্সটল করুন।