আমি কোন রাইড রিকোয়েস্ট পাচ্ছি না। এখন আমার করণীয় কি?
- সর্বশেষ সম্পাদনা: নভেম্বর 4, 2018
রিকোয়েস্ট নোটিফিকেশন পেতে নিচের ধাপগুলো ফলো করুনঃ
ধাপ ১: আপনার ফোন থেকে “Settings” অপশনে যান
ধাপ ২: “Sound & Notification” অপশনে যান
ধাপ ৩: এরপর “notification settings” এ ক্লিক করুন
ধাপ ৪: “App Manager/ Notification manager” সিলেক্ট করুন
ধাপ ৫: “Pathao Drive App” খুঁজে বের করে সিলেক্ট করুন
ধাপ ৬: “Allow Notification, Priority & Sound notification” অন করুন।
রাইড রিকোয়েস্ট পেতে নিচের ধাপ গুলো ফলো করুনঃ
ধাপ ১: আপনার ফোন থেকে “Settings” অপশনে যান
ধাপ ২: এরপর “App Settings” সিলেক্ট করুন
ধাপ ৩: “Maps” – এ ক্লিক করুন। ক্লিয়ার করুন।
ধাপ ৪: অনুরূপভাবে পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে Cache ক্লিয়ার করুন
ধাপ ৫: ড্রাইভ অ্যাপ থেকে GPS বাটনে ক্লিক করে লোকেশন সেট করুন
ধাপ ৬: “Settings” অপশনে যান > এরপর “Google location settings” অপশনে যান
ধাপ ৭: পাঠাও ড্রাইভ অ্যাপ থেকে “high accuracy mode” সিলেক্ট করে নিন।
উপরের সকল ধাপ-সমূহ কমপ্লিট করার পর আপনার পাঠাও ড্রাইভ অ্যাপটি রিস্টার্ট করুন। যদি কোন কারনবশত আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনার ড্রাইভ অ্যাপটি আন-ইন্সটল করে গুগল প্লে-স্টোর থেকে পুনরায় ইন্সটল করুন।