Uncategorized

কিভাবে মার্চেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে পারি?

  • Latest update: March 14, 2023

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে দয়া করে merchant.pathao.com/register লিংকে ভিজিট করবেন। মার্চেন্ট হিসেবে নিবন্ধনের জন্য আপনাকে এ তথ্যগুলো প্রদান করতে হবেঃ


• ব্যবসা প্রতিষ্ঠানের নাম।
• ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম।
• মোবাইল নম্বর।
• ইমেইলের ঠিকানা।


তথ্যগুলো প্রদানের পর “Sign Up” অপশনে ক্লিক করবেন। “Sign Up” অপশনে ক্লিক করার পর, আপনাকে আপনার রেজিস্ট্রিত ফোন নম্বরে SMS মাধ্যমে লগিন আইডি, পাসওয়ার্ড ও মার্চেন্ট প্যানেলের লিংক জানিয়ে দেওয়া হবে। মার্চেন্ট প্যানেলে লগিন করার পর দুইটি ধাপে আপনাকে আপনার স্টোর ও পেমেন্টের তথ্য প্রদান করতে হবে।


• প্রথম ধাপে আপনাকে আপনার স্টোরের তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনার স্টোরের নাম, কন্টাক পার্সনের নাম ও ফোন নম্বর এবং ঠিকানা এর প্রয়োজন হবে।
• দ্বিতীয় ধাপে আপনাকে আপনার পেমেন্ট মেথডের তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনার আপনার ব্যংক একাউন্ট অথবা বিকাশ একাউন্টের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। ব্যাংক একাউন্টের জন্য আপনি সঞ্চয়ী ও চলতি হিসাব ব্যবহার করতে পারবেন এবং বিকাশ একাউন্টের জন্য শুধুমাত্র পার্সোনাল বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারবেন।
• তথ্যগুলো প্রদানের পর আপনি আমাদের কুরিয়ার সেবা গ্রহন করে নতুন পার্সেল ডেলিভারির জন্য অনুরোধ করতে পারবেন।