কিভাবে আমার প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি?
- সর্বশেষ সম্পাদনা: নভেম্বর 27, 2024
আপনি খুব সহজেই প্যানেলের পাসওয়ার্ডটি বদল করতে পারবেন। পাসওয়ার্ড বদল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
> Profile>Password অপশনে গিয়ে পুরাতন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ডটি লিখুন সেভ অপশনে ক্লিক করুন
> যদি পাসওয়ার্ড ভুলে যান, মার্চেন্ট প্যানেল থেকে রিসেট পাসওয়ার্ড অপশন থেকে ইমেইল এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন ।
> এরপরেও যদি কোনো ধরনের সমস্যার সম্মুখিন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের মার্চেন্ট সাপোর্ট নম্বরে আপনার রেজিস্টারকৃত নম্বর থেকে যোগাযোগ করুন। নাম্বারটি হল- ০৯৬১০০০৩০৩০ (সকাল ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই নাম্বারে কল করে ৯ প্রেস করতে হবে) অথবা আপনার রেজিস্টারকৃত ইমেইল থেকে ইমেইল করুন [email protected] । আমাদের পক্ষ থেকে পাসওয়ার্ড রিসেট করে দেয়া হবে।