আমি আমার টাকা কিভাবে ডিজিটাল পেমেন্ট ব্যালেন্স থেকে Withdraw/উত্তোলন করব? কিভাবে ডিজিটাল পেমেন্ট থেকে টাকা তুলবো?
- সর্বশেষ সম্পাদনা: মে 15, 2019
বিকাশ এবং রকেট থেকে উত্তোলন প্রক্রিয়াঃ
ধাপ ১: প্রথমে আপনার App এর একাউন্ট অপশন টি সিলেক্ট করুন।
ধাপ ২: তারপর Withdraw অপশনে গিয়ে এমাউন্ট লিখুন।
ধাপ ৩: এরপর আপনার নির্দিষ্ট পিন নাম্বার দিয়ে সাবমিট করুন। টাকা Withdraw/উত্তোলন করার সাথে সাথে আপনার একাউন্ট এ টাকা পৌছে যাবে।
(যদি বিকাশ একাউন্ট হয় তবে সাথে সাথেই টাকাটি পৌঁছে যাবে আর যদি রকেট একাউন্ট থাকে তবে টাকাটি পৌঁছাতে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগবে)
বিকাশ এবং রকেট সার্ভিস ছাড়াও আপনারা এখন পাঠাও ক্রেডিট ব্যালেন্স কোনো প্রকার চার্জ ছাড়াই সরাসরি ওয়ান ব্যাংক এটিএম বুথ থেকে উত্তোলন করতে পারছেন।
ওয়ান ব্যাংক এটিএম বুথ থেকে উত্তোলন প্রক্রিয়াঃ
ড্রাইভার অ্যাপে উইথড্র অপশনগুলোর মধ্যে ওয়ান ব্যাঙ্ক এটিএম সিলেক্ট করে আপনার পছন্দের এমাউন্ট লিখুন এবং গোপন পিন নাম্বার ইনপুট করার ৫ মিনিট এর মধ্যেই টাকা উত্তোলন করুন নিন্মের প্রদত্ত ধাপ অনুসরণ করেঃ
ধাপ ১: ATM Booth থেকে “OK Wallet” বোতামে চাপ দিন।
ধাপ ২: আপনার পাঠাও অ্যাপে যেই ১১ ডিজিটের কোড পেয়েছেন সেটি এটিএম বুথে টাইপ করে লিখুন।
ধাপ ৩: এটিএম বুথে টাকার অ্যামাউন্টটি লিখুন।
ধাপ ৪: আপনার ফোনের মেসেজে একটি OTP পাঠানো হবে, সেটি এটিএম বুথে টাইপ করে লিখুন।
ধাপ ৫: টাকা সংগ্রহ করুন এবং রিসিট তুলে নিন।