আমি কিভাবে একজন পাঠাও চালক হতে পারি? একজন পাঠাও চালক হতে কি কি প্রয়োজন?
- সর্বশেষ সম্পাদনা: নভেম্বর 4, 2018
পাঠাও চালক হিসেবে রেজিস্ট্রেশন করতে ট্রেইনিং সেশনে আসার সময় নিম্নোক্ত কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
বাইকার | ক্যাপ্টেন | ফুডম্যান |
১. জাতীয় পরিচয়পত্র মূল কপি ২. ড্রাইভিং লাইসেন্স (পেশাদার / অ-পেশাদার) ৩. গাড়ির রেজিস্ট্রেশন কাগজ ৪. যানবাহন ট্যাক্স টোকেন ৫. যানবাহন বীমা কাগজ (ঐচ্ছিক) ৬. মালিক এনআইডি (যদি গাড়ির মালিক না হয়) |
১. জাতীয় পরিচয়পত্র মূল কপি ২. ড্রাইভিং লাইসেন্স (পেশাদার / অ-পেশাদার) ৩. গাড়ির রেজিস্ট্রেশন কাগজ ৪. যানবাহন ট্যাক্স টোকেন ৫. গাড়ির বীমা কাগজ ৬. ফিটনেস পেপার ৭. মালিক এনআইডি (যদি গাড়ির মালিক না হয়) |
১. জাতীয় পরিচয়পত্র মূল কপি এবং সাথে ১টি ফটোকপি। ২. রেফারেন্সের জাতীয় পরিচয়পত্র মূল কপি এবং সাথে ১টি ফটোকপি। রেফারেন্স হিসেবে শুধুমাত্র বাবা-মা, ভাই-বোন গ্রহনযোগ্য হবে। ৩. রেজিস্টার্ড নাম্বারে বিকাশ একাউন্ট থাকতে হবে। ৪. সিভি । ৫. সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। |
পুরন করুনঃ https://pathao.com/bn/earn-with-bike/ | পুরন করুনঃ https://pathao.com/bn/earn-with-car/ | পুরন করুনঃ https://pathao.com/bn/earn-with-cycle/ |
ট্রেইনিং সেন্টারের ঠিকানাঃ
শহর | ঠিকানা | অফিসের সময় | ছুটির দিন |
ঢাকা – বনানী | হাউজ: ৭২ , ব্লক: বি , রোড : ২১ , বনানী, ঢাকা। বনানী বিদ্যানিকেতন স্কুল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর পাশে। |
সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৬.৩০ টা |
শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
ঢাকা- মোহাম্মদপুর | ৩য় তলা, মোহাম্মদপুর কৃষি মার্কেট শপিং কমপ্লেক্স, রিং রোড, জাপান গার্ডেন সিটি এর পাশে, ঢাকা। | সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৬.৩০ টা |
শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
ঢাকা – উত্তরা | বাড়ি নং: ৫৬, সেক্টর:৬, রোডঃ ১১, ঢাকা-১২৩০। | সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৬.৩০ টা |
শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
ঢাকা – মিরপুর | মিরপুর: প্লট#০৬, এভ্যেনিউ# ০৩, রূপনগর C/A, সেকশন – ০২, মিরপুর,হাজি রোড(ইবনে সিনার কাছে) | সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৬.৩০ টা |
শুক্রবার এবং সরকারি ছুটির দিন |
চট্টগ্রাম | ৭ম তলা, ফিনলে স্কয়ার, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম ৪২১০ | সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা |
শুক্রবার,শনিবার এবং সরকারি ছুটির দিন |
সিলেট | দিশারী- ৫৩, হাওয়াপাড়া (আর. এন টাওয়ার এর পিছনে), চৌহাট্টা, সিলেট। | সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা |
শুক্রবার,শনিবার এবং সরকারি ছুটির দিন |