পাঠাও তে কি প্রোডাক্ট এক্সচেঞ্জ ডেলিভারি করা যায়?

  • সর্বশেষ সম্পাদনা: ডিসেম্বর 2, 2024

জী, পাঠাও এর মাধ্যমে এক্সচেঞ্জ ডেলিভারি করা যায়। আপিনি ডেলিভার্ড আইডিতে ভিউ অপশনে গিয়ে এক্সচেঞ্জ পার্সেলের আইডি ক্রিয়েট করতে পারবেন। এক্সচেঞ্জ আইডি ক্রিয়েট করে এক্সচেঞ্জ পার্সেলটি রেগুলার পার্সেলের সাথে পিকআপ দিয়ে দিবেন, আমাদের ডেলিভারি এজেন্ট ডেলিভারি করার সময় এক্সচেঞ্জ পার্সেলটি পিকআপ করে নিয়ে আসবেন এবং আপনি অবশ্যই কাস্টমারকে জানিয়ে রাখবনে যেন ডেলিভারি এজেন্টকে রিটার্ন পার্সেলটি ফেরত দিয়ে দেয়।