কিভাবে আমি কাস্টমার থেকে কাস্টমার সার্ভিসের অর্ডার ট্র্যাক করতে পারি?

  • সর্বশেষ সম্পাদনা: ডিসেম্বর 2, 2024

কাস্টমার টু কাস্টমার অর্ডার ট্র্যাক করতে আপনার এসএমএস চেক করুন। এসএমএসে একটি কনসাইনমেন্ট আইডি ও একটি ট্র্যাকিং লিংক থাকবে। আপনি চাইলে সরাসরি ট্র্যাকিং লিংক ভিজিট করে আপনার অর্ডার ট্র্যাক করতে পারবেন অথবা আপনি চাইলে কনসাইনমেন্ট আইডি নিয়ে আপনার পাঠাও অ্যাপ থেকে কুরিয়ার অপশন থেকে কনসাইনমেন্ট আইডি এবং গ্রাহক নম্বর দিয়ে অর্ডার ট্র্যাক করতে পারবেন।