এক্সচেঞ্জ এবং রিভার্স পিকাপ এর ক্ষেত্রে কি কি জিনিস অবশ্যই জানা প্রয়োজন

  • সর্বশেষ সম্পাদনা: মার্চ 14, 2023

রিভার্স পিকআপ বা এক্সচেঞ্জের ক্ষেত্রে কাস্টমার হতে রিটার্নের পার্সেলটি সংগ্রহ করে মার্চেন্টকে রিটার্ন করা হয়ে থাকে, তাই দয়া করে আপনার কাস্টমারকে পার্সেলটি সঠিকভাবে প্যাক করার জন্য অনুরোধ করবেন এবং কাস্টমার হতে সকল রিটার্ন পন্য সঠিকভাবে প্রদান করা হয়েছে তা নিশ্চিত করুন।
• প্রোডাক্টের গায়ে পার্সেলটি যিনি গ্রহন করবেন তার নাম, ফোন নম্বর ও কনসাইনমেন্ট/পার্সেল আইডিটি সহ বিস্তারিত ঠিকানা লিখুন।
• প্যাকেজিং এবং প্যাকেজিং ছাড়া প্রডাক্টের ছবি তুলে রাখুন।
• পরিমাপ যন্ত্রে প্রোডাক্ট ওজন করুন এবং ওজনসহ ছবি রাখুন।
• পিকআপ এজেন্টের কাছ থেকে পিকআপ স্লিপ ও OTP সংগ্রহ করুন।